চুয়াডাঙ্গায় ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত বীজ বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা হর্টিকালচার সেন্টারের অতিরিক্ত উপ-পরিচালক মমরেজ আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ। সভায় ভুট্টা বীজ আমদানীকারক, বাজারজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশক ও জেলার ভুট্টাবীজ ডিলারগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম