ভালুকা-সখিপুর সড়কের কচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী সাখাওয়াত হোসেন (২৫) নিহত ও তার স্ত্রী নূপুর আক্তার (২০) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় ভালুকা-শখিপুরের শীমান্ত এলাকা কচুয়া নামক স্থানে। নিহত সাখাওয়াত ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাখাওয়াত তার স্ত্রী নূপুরকে নিয়ে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কচুয়া পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের তেল ভরে রাস্তায় উঠার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপূর সরকারি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। নূপুরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ