বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় আবারো বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ৩ দিনে ৯৪ সে. মি. পানি বেড়েছে। ফসলহানির শঙ্কায় রয়েছেন যমুনা পাড়ের কৃষকরা।
জানা যায়, গত ৩ দিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই তিন উপজেলায় সর্বশেষ যমুনার পানি সর্বাধিক উচ্চতায় উঠেছিল গত ২ সেপ্টেম্বর। সেদিন পানির উচ্চতা ছিল ১৬.৪৭ মিটার। তখন পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তার পরদিন ৩ সেপ্টেম্বর থেকে আবার পানি কমতে শুরু করে। যা গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত পানি কমেছে। সেদিন সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩.১০ মিটার। পরের দিন থেকেই পানি বাড়তে শুরু করে সেদিন ১২টায় পানির উচ্চতা হয় ১৩.১১ এবং বিকেল ৩টায় ১৩.১২ মিটার।
এদিকে গত ৩ দিনে পানি ৯৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার বিকাল ৩ টায় মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা হয় ১৪.০৪ মিটার। যমুনায় পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। তাই বগুড়া সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট এলাকায় যমুনা নদীর পানি এখনো বিপৎসীমার ২ মিটার ২১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, উজানে বৃষ্টির জন্য পানি বৃদ্ধি পাচ্ছে। তবে দু'একদিন আর সামান্য কিছু বেড়েই আবারো পানি কমতে শুরু করবে।
বিডি প্রতিদিন/এএম