কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে ছাগল চড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু ওমর ছাদেক (৯)। সে শাহপরীরদ্বীপ পূর্ব উত্তর পাড়ার বাসিন্দা শব্বির আহমদের ছেলে ।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রতিদিনের মতো হতভাগা শিশু ওমর সাদেক ছাগল চড়াতে যায়। যথাসময়ে বাড়িতে ফিরে না আসায় তার নিকট আত্মীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় রাত ১০টার দিকে একটি নারিকেল গাছে ঝুলন্ত অবস্থায় শিশুটির লাশ দেখতে পাওয়া যায়।
শিশুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি- স্থানীয় চাষিরা ছাগলে ধান খাওয়ার অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ