৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৫

ভাঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার

ফাইল ছবি

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে সামিউল শেখ (২৩) নামক এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। সামিউল চৌকিঘাটা গ্রামের আইয়ুব শেখের ছেলে। সামিউলের স্ত্রী ও সাত মাস বয়সের এক কন্যা সন্তান রয়েছে। 

সামিউলের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সামিউল হতদরিদ্র পরিবারের সন্তান। তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ। চৌকিঘাটা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে তাদের বসবাস। ভ্যান চালিয়ে মা, বাবা,স্ত্রী, কন্যা নিয়ে সংসার চালাতেন। সামিউল তার মাকে ৫ হাজার টাকা ধার করে দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে চাপ দিচ্ছিল। তার মা টাকা ধার করে দিতে রাজি হয়নি। এ নিয়ে শনিবার সকাল ৭ টার দিকে মায়ের সাথে তার ঝগড়া হয়। সকাল ৯ টার দিকে ঘরের  আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে বাড়ির লোকজন দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মোশারেফ মাতুব্বর বলেন, শুনেছি পারিবারিক ঝগড়ার কারনে সামিউল আত্মহত্যা করেছে। 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর