নেত্রকোনায় আনসার বাহিনীর বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে সমাবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় দায়িত্বশীল ভূমিকা পালন করে বিশেষ অবদান রাখায় ১৫ জনকে ছাতা-সাইকেলসহ নানা পুরস্কার প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এর আগে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নুরের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ আনসার রেঞ্জ কমান্ডার মো. সাইফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন।অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ও সিনিয়র সহকারী কমান্ড্যান্ট এম এ সামাদ। সমাবেশে আনসার নারী পুরুষ সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই