৩ অক্টোবর, ২০২৩ ১৬:৩৬

বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ

বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রতীকী ছবি

জয়পুরহাটে কালাইয়ে ১৫ বছর বয়সের এক বোবা কিশোরকে বলাৎকারের সময় মকবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে গ্রামবাসীরা হাতেনাতে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামথর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা করেছেন। এ তথ্য কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ানিম আল বারি নিশ্চিত করেছে। 

মকবুল হোসেন একই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।    

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দামথর গ্রামের পুকুর পাড়ে বসেছিলেন। পাঁচগ্রামের মকবুল দামথর গ্রামের মাঠে ঘাস কাটতে আসে। একপর্যায়ে ওই বৃদ্ধ পুকুরপাড়ে গিয়ে বোবা কিশোরটির হাতে বিস্কুট দিয়ে মাঠের মধ্যে মরিচের ক্ষেতে নিয়ে বলাৎকার করতে থাকে। তখন মরিচ ক্ষেতের পাশ দিয়ে দুইজন মহিলা যাওয়ার সময় তারা এগিয়ে গিয়ে বৃদ্ধকে হাতেনাতে আটক করে। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে পুলিশে খবর দেয়। 

কিশোরটির বাবা বলেন, আমার বোবা ছেলেকে মকবুল বলাৎকার করেছে। ওর বিরুদ্ধে থানায় মামলা করেছি। ওর কঠিন শাস্তি চাই।    

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ওই ঘটনায় বৃদ্ধ মকবুলকে গ্রামবাসীরা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। বোবা কিশোরের বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর