গোপালগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মনজুরুল হক।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদসহ সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম করলে বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার সাথে সাথে পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।
বিডি প্রতিদিন/এএ