লক্ষ্মীপুরে বিরোধীয় জমি থেকে সুপারি পাড়ার প্রতিবাদ করায় নুরনবী বকুল পাটওয়ারী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুর রহমান বাবুল (৫০), তার ছেলে জিহাদ হোসেন (২১) এবং মো. আবদুল্লাহ (২৪), তার ভাই মো. হামিদ (২০)। তারা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের আলী রাজা পাটওয়ারী বাড়ির বাসিন্দা।
অভিযুক্ত বাবুলকে শুক্রবার রাতে রায়পুর উপজেলার রাখালিয়া এলাকা থেকে র্যাব-১১ সদস্যরা গ্রেপ্তার করেন। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্য তিন আসামি জিহাদ, আবদুল্লাহ ও হামিদকে একইদিন দুপুরে মহাদেবপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, নুরনবীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ৪ জনকে আদালতে সৌপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম