১৫ অক্টোবর, ২০২৩ ১৫:২৭

কুড়িগ্রামে বিনামূল্যে সেবা দিতে চরে স্বপ্নতরী নৌকার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিনামূল্যে সেবা দিতে 
চরে স্বপ্নতরী নৌকার উদ্বোধন

চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহারের জন্য কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্বপ্নতরী নামের একটি নৌকার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নৌকাটি চলাচলের জন্য উদ্বোধন করে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সহকারী কমিশনার মিজানুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, সিনিয়র সাংবাদিক সফি খান, হুমায়ুন কবির সূর্য এবং সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সদর উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন খাত থেকে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ নৌকাটি স্বাভাবিক সময়ে বিনামূল্যে চরাঞ্চলের শিক্ষার্থীদের আনা-নেয়াসহ বিভিন্ন সরকারি কার্যকম ও জরুরি ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে। এছাড়াও বন্যাকালীন সময়ে উদ্ধার কাজের জন্য নৌকাটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এ নৌকাটি তৈরি করায় যাত্রাপুর ইউনিয়নসহ সদরের নদী এলাকার ইউনিয়নসমুহের দেড় শতাধিক বন্যা কবলিত চরাঞ্চলের মানুষকে উদ্ধার কাজে সহায়ত দেয়া সম্ভব হবে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান জানান, চরাঞ্চলের শিক্ষকসহ শিক্ষার্থীরা যাতে বিনা পয়সায় এই নৌকায় স্কুলে যাওয়া আসা করতে পারবে সেজন্য এ উদ্যোগ। এছাড়াও বন্যাকালীন সময়ে দুর্যোগকবলিতরা উদ্ধার কাজে এটির সহযোগিতা পাবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর