২ নভেম্বর, ২০২৩ ১৭:৩২

বানারীপাড়ায় বিএনপির ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বানারীপাড়ায় 
বিএনপির ৬ নেতাকর্মী আটক

বরিশালের বানারীপাড়ায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে ৫টি ককটেলসহ পুলিশ আটক করেছে। গত বুধবার রাত ৯টার দিকে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের কলেজমোড় থেকে তাদের আটক করে থানা পুলিশ। 

এরা হলেন বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ফারুক, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, সদস্য নাসির ফকির, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, বানারীপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জন মোল্লা। এ সময় তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, গত বুুধবার রাত ৯টার দিকে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়া কলেজমোড় এলাকায়  বিএনপি নেতাকর্মীরা সরকারি ও বেসরকারি স্থাপনা, যানবাহন ও জানমালের ক্ষতিসাধনের লক্ষ্যে সমবেত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ৫টি ককটেলসহ ওই ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

এদিকে বানারীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব আ. সালাম দাবি করেন রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে কোন বিস্ফোরক উদ্ধার হয়নি। পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাতে নাটক করছে। এর তীব্র নিন্দা জানান তিনি।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর