৭ নভেম্বর, ২০২৩ ১৯:৪৫

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন রিমান্ডে

অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন রিমান্ডে

খায়রুল কবির খোকন

নরসিংদীতে বিস্ফোরক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে মঙ্গলবার দুপুরে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নরসিংদীর কোর্ট পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন চৌধুরী এ তথ‍্য নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলায় মঙ্গলবার খায়রুল কবির খোকনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল মিয়া।  আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নরসিংদী সদর মডেল থানার এসআই মো. আফজাল মিয়া জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের দুই নেতা হত্যা এবং বিস্ফোরক মামলায় খায়রুল কবির খোকন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। চলতি বছরের ২৭ জুলাই তার সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। গত ১০ অক্টোবর ঢাকা থেকে খায়রুল কবির খোকনকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর