৮ নভেম্বর, ২০২৩ ১০:০৮

মাদারীপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

মাদারীপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার সকালে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কে এই বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা। 

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, এডভোকেট জামিনুর হোসেন মিঠু প্রমুখ। 

এদিকে শহরের পুরান বাজার এলাকায় মঙ্গলবার রাত দশটার দিকে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে ছাত্রদল যুবদল কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় তারা মশাল মিছিল নিয়ে মাদারীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল সরদার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান অহিদ,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির হোসেনসহ অনেকেই। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর