ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকের সুরক্ষা দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা বাহিনীর। এটি নিশ্চিত করতে গেলে কোনো সাংবাদিক যখন লাঞ্ছনা কিংবা খুনের শিকার হন, তখন সেটির বিচার নিশ্চিত করতে হবে।
সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে অনুষ্ঠানে তিনি এ কথা বলে। রবিবার দুপুরে সুনামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, সাংবাদিক শামসুর রহমান হত্যাকারীদের বিচার এখনো তার পরিবার পায়নি। এই ধরনের ঘটনাগুলো সারা পৃথিবীজুড়ে ঘটে চলছে। তারপরও আপনারা হতাশ হবেন না, পরিবেশের আরো উন্নতি ঘটাতে হবে।
প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক আল-হেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেল একাডেমির পরিচালক জামিল চৌধুরী, আরেফিনপত্নী শিক্ষাবিদ মিরানা সুলতানা, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবর রহমান পীর, সাংবাদিক কেজি মানব তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র, মাসুম হেলাল, একে কুদরত পাশা, শহীদনূর আহমেদ, রাজু আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ