মানিকগঞ্জের ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছু সময় পর মোটরসাইকেল চালকের মৃত্যু হয় ।
নিহত মোটরসাইকেল চালক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আসিবুল (২২)। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, ঘিওর উপজেলার তেরশ্রী নামক স্থানে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল হতে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ