রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক (৭০) বছর। সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে শাহাদাত নামে এক যুবক উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক হেফাজতে রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিহতের পরিচয় পাওয়া জন্য সিআইডি ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। তবে দুপুর পর্যন্ত সংবাদ পাইনি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        