নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান মুন্টু, সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামীম হোসেন, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠুন, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অন্যান্য আইনজীবী।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বিএনপির রাজনীতি করায় সরকার বিরোধীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তারা।
বিডি প্রতিদিন/এমআই