যশোর-৪ আসনে বিএনএমের প্রার্থী বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন। তিনি নোঙর প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
সংবাদ সম্মেলনে সুকৃতি কুমার মন্ডল বলেন, ‘সংসদীয় পদ্ধতির নির্বাচন ব্যবস্থা অব্যাহত রাখার স্বার্থেই নির্বাচনে দাঁড়িয়েছিলাম। কিন্তু এসে দেখি নির্বাচনে পরিবেশ নেই। সে কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত’।
এক প্রশ্নের জবাবে সুকৃতি বলেন, ‘আমরা আর মামুরা মিলে নির্বাচন করছিলাম। এই নির্বাচন আওয়ামী লীগের ছেলে, মেয়ে, নাতি নাতনীদের নিয়ে মেজবানি। সেখানে দাওয়াত ছিল। কিন্তু এসে দেখি খাবার শেষ। তাই ভদ্রলোকের মতো সরে যাচ্ছি’।
আপনি আওয়ামী লীগের ছেলে, মেয়ে, নাতি, নাতনীর মধ্যে পড়েন কিনা- এমন প্রশ্নের জবাবে সুকৃতি মন্ডল বলেন, ‘ছেলে, মেয়ে, নাতি, নাতনীর মধ্যে না পড়লেও জ্ঞ্যাতি-গোষ্ঠীর মধ্যে ছিলাম’। সংবাদ সম্মেলনে মাইনোরিটি জনতা পার্টি যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল