নবমবারের মতো সংসদ সসদ্য হিসেবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন রাজনীতির এই বরপুত্র।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ ভোলা-১ এবং ভোলা-২ আসন থেকে এর আগে ২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতার আগে ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এম.এন.এ. (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি) নিবার্চিত হন। স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        