দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ১৩৯টি।
কাহালু উপজেলার ১ লাখ ৮৯ হাজার ৪৫০ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ১৬ হাজার ৪০৯ ভোট। ঈগল পেয়েছে ২৪ হাজার ৮১৫ ভোট। নন্দীগ্রাম উপজেলার ১ লাখ ৫৫ হাজার ৬৪ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ২৬ হাজার ৩৪৮ ভোট। ঈগল পেয়েছে ১৫ হাজার ৮০৩ ভোট।
আজ রবিবার রাতে উভয় উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তা ও ইউএনও এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        