বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে ফের জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। ১৪৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আব্দুল মান্নান আকন্দ ২২ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।
এ নিয়ে পরপর টানা দুইবার এমপি নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে এখনো বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
বগুড়া সদর আসনে অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ ১০ হাজার ১৭৯ ভোট, জাপার আজিজ আহম্মেদ ৮৬২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির শহিদুল ইসলাম ৩৭১টি ভোট পেয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত চলেছে।
বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া-৬ আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        