নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে আসিফ নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ সোমবার সকালে লোকমানের বাসার সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। নিহত ওই যুবকের বাড়ি চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিমসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার জন্য দুইজনকে আটক করেছে।
এখনো ঘটনার কোনো কারণ জানা যায়নি। নির্বাচনের পরের দিন কি কারণে এই ঘটনাটি ঘটেছে তাই নিয়ে মানুষ নানা মন্তব্য করছে। তবে পুলিশ বলছে- এটা রাজনৈতিক কোনও বিষয় না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        