পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে দিনাজপুর-৫ সংসদীয় আসন। এবারসহ ৮ বার আওয়ামী লীগের নৌকা নিয়ে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনে ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে আ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হযরত আলী বেলাল (ট্রাক) পেয়েছেন ২৬ হাজার ৪৪২ ভোট। এ আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম (লাঙল) পেয়েছেন ৬৫৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক (ঈগল) ৬২০১ ভোট ও এনপিপি পাটির শওকত আলী (আম) ১৩৯৪ ভোট পেয়েছেন। এ আসনে মোট ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন ভোটারের মধ্যে ২ লাখ ১৫ হাজার ৯৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। 
এর আগে অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬ সালে দিনাজপুর-৫ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        