৭ জানুয়ারির নির্বাচনে ভোট না দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বরিশালে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সাগরদী বাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তারা।
লিফলেট বিতরণকালে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সাবেক এমপি) বিলকিস জাহান শিরিন বলেন, ‘৭ জানুয়ারির সাজানো এবং প্রহসনের নির্বাচন হয়েছে। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। জনগণ এই নির্বাচন বর্জন করেছে।’
এ সময় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ছাড়াও মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        