বগুড়ার কাহালুতে অপহৃত যুবককে উদ্ধার এবং ওই ঘটনায় দায়ের মামলায় মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে কাহালু থানা পুলিশ উপজেলার মুরইল ইউনিয়নের সান্তাহার পোড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত আমিনুল ইসলামকে (৩৬) উদ্ধার ও মামলার তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মুরইল গ্রামের আবু সাঈদের ছেলে মুরইল ইউপি সদস্য সিহাব উদ্দিন শেখ (৩৫), একই উপজেলার সান্তাহার পোড়া পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক (১৯) ও মুরইল গ্রামের নাছির উদ্দিন শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (৫০)।
এসময় পুলিশ অপহরণকারীদের কাছে থেকে একটি ছোরা, লোহার এঙ্গেল, দুটি কাঠের লাঠি, লোহার প্লাস, চারটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, স্বাক্ষর করা ব্যাংকের ছয়টি ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প উদ্ধার করা করে।
মামলার বাদী হালিমা বেগম (৩৩) অভিযোগে উল্লেখ করেন, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তার স্বামী আমিনুল ইসলামকে গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে কিছু দুর্বৃত্ত কাহালু পৌর এলাকার সারাই বাজার হতে অপহরণ করে নিয়ে যায়। আমিনুল এসময় কাহালু হতে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় কাহালু থানায় গ্রেফতারকৃত তিনজনসহ নয়জনের নাম উল্লেখ করে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/আজাদ
 
                         
                                    -29-02-2024.jpg) 
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        