ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইন্টার্ন চিকিৎসক পরিষদ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক পরিষদ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ,টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাক্তার সাকিবুল আলম।
পরে তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করে। মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক পরিষদ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন। এ সময় ইন্টার্ন ডাক্তারদের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন ইচিপ সভাপতি ডা. অরূপ কুমার পাল ও সাধারণ সম্পাদক ডা.সাকিবুল আলমসহ ইন্টার্ন নেতৃবৃন্দ এবং সাধারণ ইন্টার্নবৃন্দ ।
এ সময় তারা বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলো হলো ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন।
বিডি প্রতিদিন/এএ