পবিত্র রমজানে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে ফরিদপুর জেল ছাত্রলীগ। রমজানের প্রথম দিন থেকেই জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নির্দেশনায় গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে থাকা ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে সেহরি বিতরণ করা হচ্ছে।
এ ছাড়া প্রতিদিন ইফতারের আগে বাসস্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, রেলস্টেশনসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকার হতদরিদ্র ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ও সভাপতি তামজিদুল রশিদ রিয়ান জানান, ফরিদপুর জেলা ছাত্রলীগ রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে। গত কয়েক বছর ধরে ছাত্রলীগ মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের রোজা রাখার জন্য বিনামূল্যে সেহরি বিতরণ করছে। তাছাড়া হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রীও বিতরণ করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/এমআই