সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এসময় গাছ উপড়ে পড়ে ও ঘরবাড়ির উপর চাপা পড়ে আহত হয়েছেন নারী শিশুসহ শতাধিক মানুষ। ঝড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থানে।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার সদর, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্য দিয়ে প্রবল গতিতে ঝড় বয়ে যায়। প্রবল ঝড়ের সঙ্গে হয় শিলাবৃষ্টি। এদিকে কালবৈশাখী ঝড় সবচেয়ে বেশি হানা দেয় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম। ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় এই এলাকার বহু ঘরবাড়ি। এতে খোলাআকাশের নিচে রাত কাটান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বিডি প্রতিদিন/এএম