বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী, জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য লাভলী রহমান আর নেই। সোমবার সকাল সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
লাভলী রহমান বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার মোসাদ্দেক হোসেন বাবলুর স্ত্রী। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফেরাতের জন্য বগুড়াবাসীর কাছে দোয়া চেয়েছেন জেলা বিএনপি ও তার পরিবার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ভিপি সাইফুল ইসলাম, রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা।
উল্লেখ্য, লাভলী রহমান ছাত্রজীবন থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বে ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত