২৪ এপ্রিল, ২০২৪ ২০:৫৮

মোংলায় ২০ বস্তা চাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি:

মোংলায় ২০ বস্তা চাল জব্দ

বাগেরহাটের মোংলায় সরকারের খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কম দেয়ায় ২০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বুধবার দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ডিলার রাজিব মৃধা এলাকার কয়েক’শ সুবিধাভোগীকে ৩০ কেজি চাল না দিয়ে ২৬ থেকে ২৭ কেজি করে চাল দেওয়া অভিযোগ পেয়ে সরকারি এসব চাল জব্দ করা হয়। 

এসময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্নাকে আসতে দেখে ডিলার পালিয়ে যায়। ডিলার রাজিব মৃধা মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মে. ইব্রাহিম হোসেনের আপন ভাগ্নে। সেই ক্ষমতার দাপট দেখিয়ে এমন অনিয়ম করে আসছেন বলে জানিয়েছেন কয়েক’শ সুবিধাভোগী।  

মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না জানান, সুবিধাভোগীদের ৩০ কেজি চাল না দিয়ে ২৬ থেকে ২৭ কেজি করে চাল দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে দুপুরে ঘটনাস্থলে গেলে ডিলার রাজিব মৃধা। উপস্থিত সুবিধাভোগীরা চাল কম দেয়ার প্রমান মেলে। চটের বস্তায় চাল না দিয়ে অন্য প্লাষ্টিক বস্তায় কম চাল ভরে বিতরন করা হয়। ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। চাল বিতরণে প্রতারণা, অনিয়ম এবং সরকারি চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একই সাথে সরকারি ওএমএস চাল বিতরণের সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর রহমান উপস্থিত না থাকায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান ইউএনও নিশাত তামান্না।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর