২৬ মে, ২০২৪ ১৮:৪৬

ঘূর্ণিঝড় রেমাল, বোনকে আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী প্রতিনিধি:

ঘূর্ণিঝড় রেমাল, বোনকে আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে বোন ও ফুফুকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে সরিয়ে নিতে গিয়ে মো. শরীফ হাওলাদার (২৮) নামের এক যুবক পানির তোড়ে ভেসে গিয়ে মারা গেছেন। রবিবার দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকার ফুফুর বাড়িতে যাওয়ার সময় পানিতে ভেসে যাওয়ার এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। মৃত শরীফ ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অনন্তপাড়া এলাকার আবদুর রহিম হাওলাদারের ছেলে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, তার স্বজনদের আশ্রয় কেন্দ্রে নিরাপদে সরিয়ে আনতে গেলে বেড়িবাঁধের বাহিরে পানির তোড়ে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিলো। দুপুরে দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যায়। পানিতে প্লাবিত হয়ে গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় সাঁতার কেটে তারা ফুফুর ঘরে যাওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায়। পরে এক ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর