"আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি!" এই স্লোগান নিয়ে মুন্সীগঞ্জে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে মঙ্গলবার দুপুরের শহরের খালইষ্ট এলাকার একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্ষব্যাধি মুন্সীগঞ্জ জেলা হাসপাতালের ইনচার্জ মোঃ মামুন নেওয়াজ।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাবলু মোল্লার সভাপতিত্বে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, প্রেস ক্লাব সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ জেলা সেনেটারি ইন্সপেক্টর মোঃ গাজী আমিন,জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আক্কাস আলীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ