পিলখানায় বিডিআর বিদ্রোহসহ বিভিন্ন আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে গাইবান্ধায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে গাইবান্ধায় জেলা ছাত্রদলের আয়োজনে এই শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
র্যালিও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ