৯ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১২

কুমিল্লায় সাবেক মেয়র সূচনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সাবেক মেয়র সূচনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলিতে আহতের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ১০৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

আন্দোলনের সময় গুলিবিদ্ধ নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: আবু সাঈদ বাদী হয়ে সোমবার (৯ সেপ্টম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা দায়ের করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন মহানগর যুবলীগ আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কাউন্সিলর  হাবিবুল আল আমিন সাদি, সরকার মাহমুদ জাবেদ,আব্দুল সাত্তার, মো: এমদাদ উল্লা,সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়া,  মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু, কাজী মোজাম্মেল, যুবলীগ নেতা দুলাল হোসেন অপু প্রমুখ।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর