‘শান্তির সংস্কৃতি গড়ে তোলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাইসাইকেল র্যালি বের করা হয়।
র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে সেখানে গাছের চারা রোপন করা হয়। এসময় জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়সহ জেলা স্কাউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ