পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে সাভারের আশুলিয়ায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।
শনিবার দুপুরে তাদেরকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ধামরাইয়ের লাবু খানের ছেলে হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত-দুর্জন মোল্লার ছেলে আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত-মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম (৪২), টঙ্গাবাড়ী এলাকার জাহিদুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (২৮), এবং পবনারটেক এলাকার মৃত-সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।
আশুলিয়া থানা পুলিশ জানায়, পোশাক শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে একটি চক্র বিভিন্নভাবে শ্রমিকদের উস্কানি দেয়। তারা আন্দোলনরত শ্রমিকদের দিয়ে বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর চালায় ও রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন স্থাপনার ক্ষতি সাধন করে। এসব উস্কানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানা পুলিশসহ যৌথবাহিনীর চলমান অভিযানে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলেও জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/একেএ