টানা ৭২ ঘণ্টার অবরোধে রাঙামাটির সাজেকে আটকে পড়া ১৫০০ পর্যটকের মধ্যে প্রায় অর্ধশতাধিক পর্যটক বেসরকারি হেলিকপ্টার করে সাজেক ত্যাগ করেছেন।
জানা গেছে, ব্যক্তিগত খরচে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসেন পর্যটকরা। সোমবার সাজেকের বিজিবি হেলিপ্যাডে বেসরকারি চারটি হেলিকপ্টার পরপর অবতরণ করে। পরে প্রায় অর্ধশত পর্যটক এসব হেলিকপ্টারে করে সাজেক ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিঘীনালা উপজেলার বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার। তিনি জানান, প্রায় ৫০ জন চারটি বেসরকারি হেলিকপ্টারে করে নিজস্ব ব্যবস্থাপনায় সাজেক ছেড়েছে। কাল অবরোধ শেষ হলে বাকিদেরও মুভ করানো হবে।
ছাত্র বিক্ষুব্ধ জুম্ম জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ পালন করায় সোমবার সন্ধ্যায় অংকন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একইসাথে বিজ্ঞপ্তিতে নিহতের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও তাদের পরিবারের নিরাপত্তা বিধান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান মালিকদের ক্ষতি পূরণসহ সাতটি দাবির কথা তুলেন ধরেন।
বিডি প্রতিদিন/এমআই