ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে (প্রশান্তি পার্কে) জিও ব্যাগের উপরে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮-২০ হতে পারে।
বুধবার দুপুরে চরফ্যাশন বেতুয়া নদীর তীরে পাওয়া গেছে লাশটি। মরদেহের পরিচয় মেলেনি এখনো। খবর পেয়ে লাশটি উদ্ধার করে চরফ্যাশন থানায় নিয়ে আসে পুলিশ।
ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। এরপর সাগরে ভেসে আসে বেতুয়া নদীর তীরে। মরদেহটি বেতুয়া বাঁধ রক্ষা জিও ব্যাগের উপরে পড়ে ছিল।
বিডি প্রতিদিন/এমআই