ফেনীর ছাগলনাইয়ায় স্ত্রী ও পুত্রের ছুরিকাঘাতে মো. ইলিয়াস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগরে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ স্থানীয় আম্বর আলী পাটোয়ারী বাড়ির আবু আহম্মদের সন্তান।
এই ঘটনায় নিহত পুলিশ ইলিয়াছের স্ত্রী কহিনুর আক্তার, ছেলে শাহ অঅলম প্রকাশ আনিফ (২০), শাখাওয়াত প্রকাশ রাকিব (১৮) ও ছেলের পুত্রবধু কামরুন নাহারকে (১৮) আটক করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে পারিবারিক কলহের জেরে স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনি মৃত্যু বরণ করেছেন। ইলিয়াছের বুকে, পিঠে ও কানের নিচে মারাক্তক রক্তাক্ত কাটা জখম রয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি জানান, জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি রাত ১২ থেকে ২টার মধ্যে ঘটেছে। এখনও থানায় কেউ মামলা দায়ের করেনি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম