দেশের সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।
আজ দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যদের অপসারণের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক চত্ত্বরে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
বিডি প্রতিদিন/এএ