টাঙ্গাইলের সখীপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার হতেয়া কেরানিপাড়া গাবলের বাজার এলাকায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
কেরানিপাড়া যুব সমাজের আয়োজনে এ খেলায় প্রধান অতিথি ছিলেন যুবদল নেতা রাকিব হাসান রাব্বানী। স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ন খানের সভাপতিত্বে খেলার আগে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নাসির উদ্দিন আহম্মেদ প্রমুখ।
খেলার আয়োজক কমিটি জানায়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা যেন হারিয়ে না যায় সে উদ্দেশে এই আয়োজন করা হয়েছে। এতে এলাকার বৃদ্ধ, যুবক খেলোয়াররা অংশ নেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, এই এলাকার অনন্দ প্রিয় মানুষগুলো দীর্ঘদিন পর হাডুডু খেলা দেখতে পেলো। এ খেলায় জয় পরাজয় কোন বিষয় ছিল না। এর আসল উদ্দেশ্য ছিল সবাই মিলে আনন্দ করা।
বিডি প্রতিদিন/মুসা