খুলনা মহানগরীর শেরেবাংলা রোডে মো. রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নামের এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে আলকাতরা মিলের পাশে এ ঘটনা ঘটে।
এসময় মো. সজিব (২৫) ও ইয়াসিন (২৬) নামে আরও দুই যুবককে কুপিয়ে জখম করা হয়। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশের সূত্র থেকে জানা গেছে, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। নিহত রাসেলের নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। রাতে তিনটি মোটরসাইকেলে এসে রাসেলের বুকের পাশে ২টি গুলি করে দুর্বৃত্তরা। পরে তার দুই পায়ের হাটুর নিচে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাসেলের নামে মাদক, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/আশিক