বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম বর্ষপূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমানদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। আগামী ২০ নভেম্বর কলেজে এ অনুষ্ঠান হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে ৫৬তম বর্ষপূর্তি উদযাপন পরিষদের মিডিয়া উপ-কমিটি এ তথ্য জানিয়েছে।
এ জন্য একটি উপদেষ্টা পরিষদ, অধ্যাপক ডা. আজিজ রহিমকে আহ্বায়ক ও ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক রয়েছেন ৯ জন ও সদস্য হচ্ছেন ৯ জন।
মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক ডা. বদরুদ্দোজা মো. জোবায়ের জানান, ২০ নভেম্বর বরিশাল মেডিকেল কলেজ ক্যাম্পাস সাবেক ও নতুন ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিণত হবে। বর্ষপূর্তি এ আয়োজনে ৩ হাজারের অধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থী উপস্থিত থাকবেন। ৪ নভেম্বর থেকে ৫৬তম বর্ষপূর্তি আয়োজনে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে, যা ১২ নভেম্বর পর্যন্ত চলবে। এখানে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ব্যাচে প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে এবং বরিশাল মেডিকেল কলেজ ক্যাম্পাসেও প্রতিনিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাদের সাথে যোগাযোগ করে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে।
মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, রেজিস্ট্রেশন শেষে ১৯ নভেম্বর সকাল থেকে ক্যাম্পাসে রেজিস্ট্রেশনকারীদের মাঝে কিটস বিতরণ করা হবে। ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ৫৬তম বর্ষপূর্তি উদযাপন আয়োজনের উদ্বোধন করা হবে, যেখানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হবে। এরপর ১০টায় সকলের অংশগ্রহণে ক্যাম্পাসে র্যালি বের করা হবে এবং পরবর্তীতে বর্ষপূর্তির কেক কাটা হবে। বেলা ১১টায় আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হবে। এছাড়া বেলা ১টায় কলেজের মাঠে বর্তমান ও প্রাক্তনদের মাঝে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বর্ষপূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজ রহিম, যুগ্ম আহ্বায়ক ডা. কবিরুজ্জামান, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. এম আর তালুকদার মুজিব, ডা. মো. শরিফুর ইসলাম রুমেন, সদস্য ডা. আ.ক.ম. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল