দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ১১শত পিছ নেশাজাতিয় টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর ও দিনাজপুর অঞ্চলের র্যাব-১৩ সদস্যরা। এব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সুত্রের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল বোচাগঞ্জ উপজেলার শঙ্খচুড়া এলাকা থেকে মাদক বিক্রির সময় নেশাজাতীয় ১১শত পিছ টেপেন্টাডল ট্যাবলেটসহ পরিমল রায় (৩২) পিতা-রাম বাবু, জীবন রায় (২৮) পিতা-হেমচন্দ্র রায় উভয় গ্রাম-শঙ্খচুড়া, বোচাগঞ্জ, দিনাজপুর আটক করে বোচাগঞ্জ সপোর্দ করে।
এ বিষয়ে র্যাবের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম