কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলা শহর ও উলিপুর উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো-মিনহাজুল ইসলাম সজীব (২৭), সাদমান সাকিব আবির (২৮) এবং সজীব কুমার (২৬)। সজীব পৌর এলাকার দাদামোড় বেপারী পাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আবির সদরের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উলিপুর থেকে থেকে গ্রেপ্তারকৃত সজীব কুমার উলিপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি বলে জানা যায়।
এ ব্যাপারে সদর থানার ওসি নাজমুল আলম বলেন, আটককৃতরা গত ৪ আগষ্ট সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দায়েরকৃত জিআর মামলা নং-২৮২/২৪। রোববার দুপুরে তাদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম