ফরিদপুরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গেরদা ইউনিয়নের শরীফ আব্দুল মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। গেরদা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূইয়া পিংকু।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এস কে সোহেল, ছাত্রদল নেতা জুয়েল, যুবদল নেতা শহিদুল হক টুটুল, দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাকারিয়া খান, মোঃ শহিদ মেম্বার প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবুল হাসান ভূঁইয়া বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে দ্রুতই সংসদ নির্বাচন দিতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠন করতে পারে।
বিডি প্রতিদিন/এএ