বরিশাল নগরীর কাউনিয়া থানা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেলে কাউনিয়া আমিনবাড়ী বালিকা মডেল মাদ্রাসা হল রুমে শপথ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির হুসাইন ইবনে আহমদ, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও অফিস সেক্রেটার মাওলানা জয়নাল আবেদিন। সভাপতিত্ব করেন কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আমির বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে হবে। তার জন্য আমাদের আগের থেকে দ্বিগুণ পরিমাণ দাওয়াতি কাজ করতে হবে। বাড়ি বাড়ি দাওয়াত মহল্লায় মহল্লায় ইউনিট গড়ে তুলতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন