গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে গড়ে ওঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় বেশকিছু কারখানার ৪১টি চুল্লি ধ্বংস করা হয়।
শনিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙালি নদীর ধারে চুকুলী ও বাঙ্গাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বে দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলী।
ইউএনও ইসাহাক আলী বলেন, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪১টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লী ধ্বংস করা হয়।
ছাত্র সমন্বয়কদের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় জনতা।
বিডি প্রতিদিন/এমআই