চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে এক কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ শেখ মো. রুহুল আমিন (২১) নামে একজনকে আটক করেছে বিজিবি। রবিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন দর্শনা থানাধীন আজমপুর গ্রামের শেখ মো. রফিকুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, বাইকের চাকির বক্সে অভিনব কায়দায় ৯টি স্বর্ণের বার লুকানো ছিলো। বাইকের চালক রুহুল আমিন সীমান্তের দিকে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে ডুগডুগি বাজায় এলাকা থেকে আটক করা হয়। আটককৃতকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম