দক্ষিনাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলার কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুল ইসলাম গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
কলেজ অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা অধ্যক্ষের উপর হামলাকারীদ্রের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন। এসময় বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী লায়লা আফরিন, সাদিয়া সুলতানা, মাবিয়া হায়দার, হাসনা জাহান, রামিম ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খালদুজ্জামান মিঠু, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শেখ জামাল, কলেজ শিক্ষক মাসুদ ইকবাল, বদিউল আরম সুজন, মোছাদ্দেকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় কলেজের কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েক দুর্বৃত্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ